সাভারে খেলার মাঠ চাই

ঢাকার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ শহর সাভার। কোটি মানুষের বাস এই এলাকায়। এখানে গড়ে উঠেছে ছোট বড় বহু দালান, কারখানা। এসবের ভিড়ে দিনদিন কমে আসছে খেলার মাঠ। শিশুরা হয়ে পড়ছে ঘরবন্দি। তাই বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসের প্রতি তাদের যেমন আসক্তি বাড়ছে, অন্যদিকে উঠতি শিশুরা ঝুঁকছে মাদকের দিকে। 

একসময় সাভারে অনেক খোলা জায়গা খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো; কিন্তু ধীরে ধীরে অপরিকল্পিতভাবে দালানকোঠা নির্মাণের ফলে সে সব খোলা জায়গা আজ প্রায় বিলীনের পথে। যতটুকু অবশিষ্ট আছে, তা আনুষ্ঠানিক ও আইনগতভাবে খেলার মাঠ হিসেবে স্বীকৃতি না দেয়ার কারণে বিভিন্নভাবে বেহাত হয়ে যাচ্ছে। এমনকি নতুন নতুন গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানেও নেই খেলার মাঠ। ফলে শিশুরা একরকম বাধ্য হয়েই মোবাইলসহ নানারকম ডিভাইসে আসক্ত হচ্ছে। চিত্ত-বিনোদনের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে সৃজনশীলতা। অনেককে দেখা যায়, খোলা সড়কে খেলাধুলা করতে। এসবের কারণে শিশুরা দুর্ঘটনার কবলেও পড়ছে। ফলে মাঠ রক্ষা ও গড়ে তোলা অতীব জরুরি। সাভারের বাসিন্দা হিসেবে এই এলাকার মাঠগুলো অবিলম্বে চালুর দাবি জানাচ্ছি। এলাকাবাসী মাঠ রক্ষা ও মাঠ গড়ে তোলার জন্য সরকারি যথাযথ প্রশাসন, জনপ্রতিনিধিসহ দায়িত্বপ্রাপ্ত সবাইকে ভূমিকা রাখার দাবি জানায়। 


মনির হোসেন, শিক্ষার্থী, সাভার সরকারি কলেজ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //