সেলফি-টিকটকের নেতিবাচক দিক তুলে ধরতে হবে

ঝুঁকিপূর্ণ টিকটক বা সেলফি তুলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। নোয়াখালীতে টিকটকের ভিডিও তৈরি করার সময় গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

গত ঈদের দিন সন্ধ্যায় রাজশাহীতে টিকটকের জন্য মোটরসাইকেল চালানোর দৃশ্য ভিডিও করার সময় প্রাণ গেছে এক স্কুলছাত্রের। আবার টিকটকের কারণে গড়ে উঠছে কিশোর গ্যাং, ঘটছে অনেক অপরাধের ঘটনাও। অন্যদিকে সেলফি তুলতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। ঈদুল ফিতরের সময় চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি ওঠানোর সময় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু হয়। আবার কিছুদিন আগে ঢাকার দোহারের মৈনটঘাটে সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীর পানিতে ডুবে এক বুয়েট শিক্ষার্থীর প্রাণ গেছে। 

তাই কিশোর-কিশোরীরা যাতে এমন দুর্ঘটনার শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। তাদের সামনে সেলফি, টিকটকের নেতিবাচক দিক তুলে ধরতে হবে। মা-বাবা-অভিভাবকদেরও উচিত এসব বিষয়ে পরিবারের ছোট সদস্যদের সচেতন করা। এ ধরনের অনাকাক্সিক্ষত দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

পাশাপাশি সেলফি দুর্ঘটনা এড়াতে সেতু, ঝুঁকিপূর্ণ স্থানে ‘নো সেলফি জোন’ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে ভারতের কিছু স্থান ‘নো সেলফি জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের দেশেও এমন উদ্যোগ নিতে হবে।


মামুন আহমেদ, ঢাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //