ভূমিকম্পে দরকার সতর্কতা

ভূমিকম্প একটি বিশেষ ধরনের পরিস্থিতি, যা পূর্বাভাস ছাড়াই সংঘটিত হয়ে থাকে। এই প্রাকৃতিক দূর্যোগ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে। বাংলাদেশে বারবার মৃদু ভূমিকম্প হলো বড় ভূমিকম্পের পূর্বাভাস। এতে বড় ধরনের মানবিক বিপর্যয় হতে পারে। বাংলাদেশে যে মৃদু ভূমিকম্প হচ্ছে তার উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের পূর্বাঞ্চল আন্দামান সাগরের এলাকায়।

গত কয়েক বৎসর আগে ১৩ ঘণ্টার ব্যবধানে চার দফা ভূকম্পন অনুভূত হয়েছিল। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলো লক্ষ লক্ষ মানুষ। সব রাস্তা মহল্লার লোক লোকারণ্য হয়ে যায়। সবার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। ঐ সময় কোন প্রাণহানি না ঘটলেও বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয়। 

এবারও ভূমিকম্পের মাত্রা আর একটু বেশি হলে কি ভয়াবহ বিপর্যয় নেমে আসতো এটা ভাবলেও শিহরিত হয়ে উঠতে হয়। ভূমিকম্পের মতো মারাত্মক একটি বিষয়কে হালকাভাবে নেয়ার সুযোগ নেই এবং এ জন্য নানামুখী সতর্কতা অবলম্বন দরকার। রাজধানীর সরু রমন অনেক রাস্তা রয়েছে যেগুলো দিয়ে দমকল  বাহিনীর গাড়ি পৌছানো অসম্ভব। আর তাই সংশ্লিষ্ট সকল মহলকে এখনই সময় সামগ্রিক বিষয় বিবেচনায় এনে এর আশু প্রতিকার করা। 

এম.এ কাইইয়ূ

বেসরকারি চাকুরীজীবী

নিউটাউন, দিনাজপুর। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //