‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ স্মরণে চাই ডাক টিকিট

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ উপেক্ষা করে গত ২১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটাব্যবস্থা বহালই থাকবে বলে ঘোষণা দেন। ফলশ্রুতিতে রাস্তায় নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের দমন-নিপীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়।

২০২৪ সালের জুলাইয়ে তিন সপ্তাহের মধ্যে বিক্ষোভ দমনে সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশ নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারো ছাত্র-জনতা। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। এবং সবশেষ ৫ আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

অনেক শহীদের রক্তের বিনিময়ের এ আন্দোলনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জেন-জি’র আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। এখন আমাদের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার বলতে আমরা বুঝি সরকার যেভাবে জনগণকে শাসন, শোষণ ও নির্যাতন করে সেই ব্যবস্থাকে বদলাতে হবে। দেশে প্রকৃত গণতন্ত্র চালু করতে হবে।

একটি ডাকটিকিট দেশ ও জাতির প্রতীক বহন করে। বর্তমান জেন-জি’র সফল আন্দোলনও বাংলাদেশে প্রতীক হয়ে থাকবে। তাই জেন-জি উপলক্ষে এক সেট স্মারক ডাক টিকিট প্রকাশ করার জন্য বাংলাদেশ ডাক বিভাগকে অনুরোধ জানাচ্ছি।

আব্দুল কাদের
শিক্ষার্থী, বাগেরহাট

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh