আসবাবের যত্ন

আসবাব গৃহের সৌন্দর্য বাড়ায়। আসবাব বিহীন কোনো গৃহের কথা চিন্তাই করা যায় না। গৃহের প্রতিটি আসবাব ব্যক্তির প্রয়োজনও মেটায় বটে। তাই দীর্ঘদিন যেন আসবাব টিকে থাকে সে বিষয়টি মাথায় রাখা জরুরি। তাই ঘরে থাকা আসবাবের চাই বাড়তি যত্ন। জেনে নিন যেভাবে আসবাবের যত্ন নেবেন তা সম্পর্কে।

 ১) কাঠের আসবাবের যত্ন নিতে হলে নিমের স্প্রে ব্যবহার করা ভালো। কাঠের আসবাবে খুব সহজে ঘুনপোকা, তেলাপোকার উপদ্রব বাড়ে। ঘুনপোকা কাঠ কেটে আসবাবের বারোটা বাজিয়ে দেয়। অবশ্য কাঠের আসবাবের যত্ন নিতে আপনি সপ্তাহে একদিন কেরোসিন তেল ও সরিষার তেল একত্রে মিশিয়ে পুরো আসবাব মুছতে পারেন। এতে আপনার আসবাব ভালো থাকবে।

২) আপনার বাসায় যদি ওক কাঠের আসবাব থাকে কিংবা কালো ও খয়েরি রঙের বার্নিশ করা আসবাব থাকে তাহলে তা পরিষ্কার করে কেরোসিন ও সরিষার তেলের মিশ্রণে সুতি কাপড় ভিজিয়ে আলতো করে মুছে নিন। কেরোসিন তেলের মিশেলে মুছলে সহজে পোকামাকড় আসবাবের ক্ষতি করতে পারে না। 

৩) কাঁচের ডাইনিং টেবিল কিংবা সেন্টার টেবিলে সরাসরি গরম জিনিস রাখা ঠিক নয়। গরম জিনিস বা গরম খাবার রাখার আগে ক্লথ বা ম্যাট কিংবা কাগজ বিছিয়ে নিন।

৪) কাঠের উপর প্রায়ই গোল রিং এর মতো দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে প্রথমে দাগ পড়া স্থানটি ব্লটিং পেপার দিয়ে চেপে ধরুন। তারপর ব্লটিং পেপার সরিয়ে অলিভ অয়েল বা মেয়নেজ দিয়ে দাগের উপর ঘষে শুকনো করে মুছে নিন।

৫) কাঠের আসবাবের উপর গরম কিছু রাখার কারণে অনেক সময় রং নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে নরম কাপড়ে কর্পূর বা স্পিরিট নিয়ে নির্দিষ্ট স্থানটিতে ঘষে দাগ তুলে ফেলা যায়। 

৬) ঘরের যে অংশটিতে রোদ পড়ে সেখানে কখনো কাঠের আসবাব রাখবেন না। সরাসরি রোদের তাপে পলিশ এর রং হালকা হয়ে যাওয়া বা কাঠে ফাটল ধরার মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই জানলায় ভারী কাপড়ের পর্দা ব্যবহার করুন যেন সরাসরি রোদ কাঠের আসবাবের ওপরে না পড়ে।

৭) কাঠের আসবাব এক দেড় বছর পর পর বার্নিশ করুন। বার্নিশ করলে আসবাবের উজ্জ্বলতা বাড়ে এবং আসবাব ভালো থাকে। 

৮) আসবাবে যদি কঠিন কোনো দাগ বা আস্তরণ পড়ে তাহলে এক টেবিলচামচ বেকিং সোডা আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। দাগের উপর এটা লাগিয়ে নরম কাপড় দিয়ে মুছে দাগটা তুলে ফেলুন। এইবার একটা ভেজা কাপড় উপর দিয়ে বুলিয়ে নিন। তারপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //