বিকেলের নৌকা ভ্রমণ

রাজধানী ঢাকায় যেখানে ইটের পর ইট, আর মানুষের পর মানুষ, সেখানে বুকভরে নিঃশ্বাস নেওয়ার সবুজ ও খোলামেলা স্থানের কথা ভাবাই যায় না। যদি নদীর তীর, খোলামেলা আকাশ ও একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয় তাহলে আনন্দে মনটা ভরে ওঠে।

আপনি যদি ঢাকার ভেতরে এবং খুব কাছে একেবারে নামমাত্র খরচে নৌকা ভ্রমণ করতে চান, তাহলে চলে যেতে পারেন মোহাম্মদপুর বসিলা ব্রিজে। বসিলা ব্রিজে রোজ বিকেলে অনেক দর্শনার্থী আসে। বসিলা ব্রিজটির নিচে বুড়িগঙ্গার বয়ে চলা, ছোট ছোট নৌকার ছুটে চলা, মাঝিদের বৈঠা হাতে নৌকা চালানো, খানিক পর পর জাহাজের আসা যাওয়া আপনাকে মুগ্ধ করবে।ব্রিজে গেলে আপনি বিকেলে যাবেন। কেননা বিকেল বেলার চারপাশের দৃশ্য দেখতে ভালো লাগবে। তাছাড়া এলোমেলো বাতাসের ছোঁয়া আপনাকে মুগ্ধ করবে। পশ্চিম আকাশে যখন সন্ধ্যা ডুবে যাবে তখন সন্ধ্যার মোহমায়া রুপে আপনি মুগ্ধ হবেন।

বসিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গায় নৌকা দিয়ে ঘুরা যায় খুব অল্প খরচে। মাত্র ১০০/১৫০ টাকায় এক ঘন্টা নৌকায় ঘুরা যায়। বৈঠা হাতে মাঝিরা বসে থাকে ব্রিজের নিচে। থৈ থৈ পানির মাঝে আপনি হাত ও পা  ভিজিয়ে নিতে পারবেন। চাইলে নৌকায় চড়তে চড়তে গলা ছেড়ে গানও গাইতে পারবেন। 

তবে বসিলা ব্রিজ কিংবা ব্রিজের নিচে নৌকা ভ্রমণে গেলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফিরে আসা ভালো। কারণ এলাকা নির্জন হয়ে গেলে চুরি ছিনতাইয়ের ভয় থেকে যায়।  

ঢাকা থেকে খুব বেশি দূরে নয় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। সেই নদীতে ভ্রমণ করতে পারবেন খুব কম খরচে। যে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন একা কিংবা পরিবার নিয়ে। 

বাংলাদেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জ শহর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এখানে নৌকা ভ্রমণের সময় দেখবেন লঞ্চের আসা যাওয়া। ঢেউয়ের তালে তালে দোল খাবে নৌকাগুলো। পাশ দিয়েই ভেসে যাবে মালবাহী জাহাজ।

এখানে ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া পাওয়া যায়। প্রতি ঘণ্টা ভাড়া ৩৫০-৫০০ টাকা। সংখ্যায় বেশি হলে মাঝারি ধরনের ট্রলার ভাড়া নিতে পারেন। তাতে ভাড়া পড়বে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে ওঠার আগে দরদাম করে নেওয়া বুদ্ধিমানের কাজ। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //