ওষুধ ছাড়াই দূর করুন তেলাপোকা

ঘরে বেড়েছে তেলাপোকার উপদ্রব। বিরক্তিকর তেলাপোকার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ থাকে। তেলাপোকা নিরীহ গোছের মনে হলেও এটি অত্যন্ত ক্ষতিকর। দেখতে যেমন বিশ্র্রী তেমন রোগবালাইয়ের ডিপো এই পোকা। তেলাপোকা ময়লা আবর্জনা থেকে উঠে সারাঘর ঘুরে বেড়ায়। পরে খাবার-দাবারের ওপর হেঁটে চলে বেড়ায়। ফলে এর গায়ে বা পায়ে লেগে থাকা ক্ষতিকর জীবাণু খাবারের সংস্পর্শে এসে আমাদের ক্ষতি করে।

তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাজারে বিভিন্ন ধরনের স্প্রে ও ওষুধ পাওয়া যায়। তবে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই স্প্রে বা ওষুধ সবসময় কাজ করে না। তবে তেলাপোকা তাড়ানোর জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে। 

আসুন জেনে নেই ওষুধ ছাড়াই কীভাবে তাড়াবেন ঘরের তেলাপোকা-

তেজপাতা 

তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসব স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে।

শসা 

শসা তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকরী। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি তেলপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকা উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে থাকে। যা তেলাপোকার মৃত্যু ত্বরান্বিত করে থাকে।

গোলমরিচ, পেঁয়াজ ও রসুন

একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করে দিন সারা বাড়িতে বা যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে। দেখবেন তেলাপোকা আপনার বাসা থেকে দূর হয়ে গেছে।

বেকিং সোডা ও চিনি

সমপরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে তেলাপোকা আনা গোনা সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সাথে সাথে মারা যাবে।

নিম 

রান্নাঘরে নিমের তেল রাখতে পারেন। আবার নিম পাতার গুঁড়ো ছিটিয়ে দিলেও উপকার পাবেন। 

ন্যাপথালিন 

তেলাপোকা ন্যাপথালিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে সেখানে কয়েকটি ন্যাপথালিন ছড়িয়ে দিন। কমে যাবে তেলাপোকা।

বোরিক অ্যাসিড

ঘরোয়া উপায়ে তেলাপোকা মারার অন্যতম সহজ পন্থা বোরিক অ্যাসিড ব্যবহার। ঘরের কোণে এই পাউডার আটা-ময়দা কিংবা চিনি মিশিয়ে সামান্য পরিমাণে ছড়িয়ে দিন। এই পাউডারের সংস্পর্শে এলেই তেলাপোকা মারা পড়বে। তবে খেয়াল রাখুন পাউডার যেন ভিজে না থাকে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আর বাড়িতে বাচ্চা বা পোষ্য থাকলে এই পাউডার ব্যবহার করবেন না।

প্রেট্রোলিয়াম জেলি

একটি জারে প্রেট্রোলিয়াম জেলি নিন। এবার এতে কিছু ফলের খোসা যেমন আম, কলা, আপেল রেখে দিন। ঘরের যে জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করবে আবার প্রেট্রোলিয়াম জেলি তেলাপোকাকে জারের ভিতরে ঢুকতে বাঁধা দিবে। তেলাপোকা যখন জারের চারপাশে এসে জমে যাবে তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। দেখবেন তেলাপোকা এক নিমিষে দূর হয়ে গেছে।

অ্যামোনিয়ার মিশ্রণ

পানি আর অ্যামোনিয়ার মিশ্রণ তেলাপোকা তাড়ানোয় অত্যন্ত উপযোগী। এক বালতি পানিতে ২ কাপ অ্যামোনিয়া গুলে নিন। এই পানি দিয়ে রান্নাঘর ধুয়ে নিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা পালাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //