ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে রেফ্রিজারেটর। আজকাল দুধ, ফল, শাক-সবজি এসব ফ্রিজ না থাকলে বেশিক্ষণ রাখা যায় না। তবে বিভিন্ন ধরনের খাবার, কাঁচা মাছ-মাংস বা শাক-সবজি থেকে ফ্রিজে গন্ধ তৈরি হয়। আবার জমে থাকা বরফ পরিষ্কার না হলেও গন্ধ তৈরি হতে পারে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করে ফ্রিজের গন্ধ অনায়াসে দূর করা যায়। 

আসুন জেনে নেয়া যাক ফ্রিজের অসহ্যকর গন্ধ দূর করার কিছু টিপস।

  • ওটমিল দারুণ পুষ্টিকর একটি খাবার। অনেকেই সকালের নাশতায় ওটমিল খেয়ে থাকেন। কিন্তু অনেকে জানেন না যে এটি বাজে গন্ধ দূর করতে পারে। অ্যালুমিনিয়ামের গামলায় করে ফ্রিজে ওটমিল রেখে দিলে দেখবেন গন্ধ চলে গেছে।
  • একটু জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে ৪ দিন মতো ফ্রিজে রাখুন। দারুণ ফল পাবেন।
  • একটা ছোট কাপে করে, কফি গুঁডো ২ থেকে ৩ দিন ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ চলে যাবে।
  • একটা পাতিলেবু চার টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। কিন্তু এক জায়গায় রাখবেন না। ৩ থেকে ৪ দিন রাখুন। দুর্গন্ধ চলে যাবে।
  • পাউরুটি প্যাকেট থেকে খুলে ফ্রিজে রাখুন। ১ দিন ফ্রিজে থাকলেই, দেখবেন অনেকটা গন্ধ চলে গেছে।
  • ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোলে, একদিন ফ্রিজ সম্পূর্ণ খালি করে এক কাপ বেকিং সোডা ৬ থেকে ৮ ঘণ্টা রেখে দিন। ফল পাবেন ম্যাজিকের মতো।
  • ফ্রিজের উষ্ণতা কিছুটা কমিয়ে, এক বাটি চারকোল ফ্রিজে রেখে দিন। ৩ দিন মতো রেখে দেখুন, দারুণ ফল পাবেন।
  • এক টুকরো তুলোয় ভ্যানিলা অ্যাসেন্স ভিজিয়ে এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তাতে বাজে গন্ধের বদলে ফ্রিজে থাকবে সৌরভ। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়ো ২৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।
  • অ্যাসেনশিয়াল ওয়েল এই নামেই বেশি পরিচিত। তুলার ছোট ছোট কয়েকটি গুটি ভিজিয়ে নিন অ্যাসেনশিয়াল ওয়েলে। এগুলো ফ্রিজে এক দিনের জন্য রেখে দিন। দেখবেন, জাদুর মতো গন্ধ বিদায় নিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //