সন্তান যখন কথা শোনে না

স্কুলে থেকে প্রায়ই সন্তানের নামে নালিশ আসে। শিক্ষক-অভিভাবক বৈঠকে গেলেও একই অবস্থা। প্রতিবেশীরাও আপনার সন্তানের দুষ্টুমিতে নাজেহাল। কারো বাড়ির কাচ ভাঙছে, তো কারো বাগানের ফুল ছিঁড়ছে। বাড়িতেও কারো কথা শোনে না। কিছু বললে পাল্টা উত্তর দেয়। বকলেও কোনো কাজ হয় না। আর শাসন করলে তো আরও মুশকিল। চিৎকার, চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে।

আসলে বাড়িতে শিশু থাকলে এমন ঝামেলায় পড়তে হয়। আর শিশুকে বকে বা শাসন করে সবসময় ঠিক- ভুল শেখানো যায় না। শিশুরা দুষ্টুমি করবে- এটাই স্বাভাবিক। অনেক সময় আপনার কথা শুনতে চাইবে না, আপনি যা বলবেন তার উল্টোটা করবে। তবে আপনার দায়িত্ব হলো- তাতে যেন অন্য কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা। 

এক্ষেত্রে করণীয়

১. প্রথমে আপনাকে শিশুর জেদের মাত্রা বুঝতে হবে। সব শিশু এক ধরনের হয় না। কাউকে বকা দিলে সে বুঝে যায়, কেউ আবার বকা খেলে আরও জেদি হয়ে ওঠে। সন্তানকে বোঝানোর সময় আপনি কেমন আচরণ করছেন তা-ও ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি রেগে বকাবকি করেন  বা সন্তানের জেদের কাছে হেরে যান, তা হলে ওর কথা না শোনার প্রবণতা বেড়ে যাবে। তাই আপনাকে সাবধানী হতে হবে। মাথা ঠাণ্ডা রেখে শিশুকে বোঝানোর চেষ্টা করুন। আপনি যদি নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকেন তা হলে শিশু বুঝবে কান্নাকাটি বা চিৎকার করে কোনো লাভ হবে না।

২. সন্তান যদি কথা না শোনে, তা হলে অতিরিক্ত সমালোচনা করতে যাবেন না বা অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না। তাকে বোঝান যে, আপনি তার ব্যবহারে কষ্ট পেয়েছেন। আমরা শিশুদের যতটা অবুঝ ভাবি, ওরা ততটা অবুঝ হয় না। তার ব্যবহারে আপনি কষ্ট পাচ্ছেন- এটা জানার পর হয়তো আপনার কথা মতো চলার চেষ্টা করবে।

৩. সন্তান যতই অবাধ্য হোক, গায়ে হাত তুলে শাসন করতে যাবেন না বা অন্য কোনো শারীরিক শাস্তি না দেওয়া ভালো। এসবে আপনার সন্তান আরও জেদি ও রাগী হয়ে যেতে পারে।

৪. সন্তানের ব্যবহারে সবসময় অসন্তুষ্টি প্রকাশ করবেন না বা ভুল খুঁজতে যাবেন না। বরং ইতিবাচক কথা বলুন। যেমন- আপনি কিছু বলার আগে যদি ও কোনো কাজ করে ফেলে তা হলে প্রশংসা করুন। ছোটখাটো উপহারও দিতে পারেন। তা হলে পরবর্তীতে ভালো কাজ ও ভালো ব্যবহারে উদ্বুব্ধ হবে।

৫. আপনাকে নিজের ব্যবহারে সচেতন হতে হবে। কারণ সন্তান আপনাকে দেখেই শিখবে। সুতরাং সন্তানের কাছে ভালো রোলমডেল হওয়ার চেষ্টা করুন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //