সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে কানে হঠাৎ যন্ত্রণা বা ব্যথা হয়। অনেক সময় তরল জমা ও প্রদাহের কারণে কানে প্রচণ্ড যন্ত্রণা হয়। তবে শীতে অন্যান্য রোগের মতো এ রোগের ও প্রকোপ বাড়ে।
কানে ব্যথা হলে আক্রান্তরা প্রচণ্ড কষ্ট পান। ব্যথা কমাতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ঘরোয়া উপায়েও মুহূর্তেই কানের প্রচণ্ড যন্ত্রণা কমানো যায়:
১. কানের ব্যথা কমাতে কানের চারপাশে আদার রসের সাথে অলিভ অয়েল মিশিয়ে হালকা গরম করে ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কানের ভেতরে যেন আদার রস না ঢুকে।
২. টি ট্রি অয়েলে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য যা কানের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে।
৩. অলিভ অয়েল হালকা গরম করে দু’ এক ফোঁটা কানের মধ্যে নিলে ব্যথা দ্রুত সেরে যায়। সেক্ষেত্রে অবশ্যই তেল ঠান্ডা করে নিতে হবে।
৪. রসুন কানের সংক্রমণের প্রাকৃতিক ওষুধ। রসুনে থাকে অ্যালিসিন নামক উপাদান। যা ফাইটোকনস্টিটিউয়েন্ট। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যা কানের সংক্রমণ রোধ করে। কাঁচা রসুন খেলে কানের ব্যথা সেরে যায়। যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শীত যন্ত্রণা ভাইরাস ব্যাকটেরিয়াল কান ব্যথা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh