এই গরমে ঈদযাত্রায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

আর কিছুদিন পর ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। আপন মানুষদের সাথেই ঈদের ছুটি কাটাতে সবাই পছন্দ করে। তাই তো দীর্ঘ পথ পারিয়ে দিয়ে যায় আপন মানুষের কাছে। এবারের ঈদের ছুটি গরমে পরেছে। প্রচণ্ড গরমের কারণে যাত্রাপথে ভোগান্তিও থাকবে বেশি।

ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল নামে রাস্তায়। এতে তীব্র যানজট তৈরি হতে পারে। এমন অবস্থায় দিশেহারা বোধ করা স্বাভাবিক। গরমে ভ্রমণের আগে তাই বাড়তি সচেতনতা জরুরি। সেইসঙ্গে খেয়াল রাখতে হবে ব্যাগ গোছানোর সময়েও। যেন গরমের তীব্রতা উপেক্ষা করে আনন্দময় ঈদ কাটিয়ে আসতে পারেন।

ঈদযাত্রায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন:
১. যাত্রা করার আগে আবহাওয়ার খবর জেনে নেওয়া উচিত যাতে পথের মধ্যে বিপদে পড়তে না হয়।
২. ভ্রমণের সময় আরামদায়ক ও  হালকা রঙের পোশাক পরতে হবে। এতে গরম কম অনুভূত হবে। সেইসঙ্গে ঈদের সময়টাতেও এ ধরনের পোশাকই বেছে নিন।
৩. ঈদের ছুটিতে সতর্কতা হিসেবে ফাস্ট এইড বক্স সঙ্গে রাখুন। প্রয়োজনীয় ও জরুরি ওষুধ-পত্র রাখুন তাতে। কারণ হাতের কাছে সব সময় সব ওষুধ নাও থাকতে পারে। ফাস্ট এইড বক্স সঙ্গে রাখলে প্রয়োজনে কাজে দেবে।
৪. ভ্রমণের আগে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। সঙ্গে বিশুদ্ধ পানির বোতল রাখুন। যেকোনো সময় প্রয়োজন হতে পারে। পথেই যদি ইফতার বা সাহরি খেতে হয় তবে সেই ব্যবস্থা করেই বের হোন। কারণ পথের খাবার অস্বাস্থ্যকর হওয়ার ভয় বেশি থাকে।
৫. রাতের বেলা ভ্রমণের চেষ্টা করুন। এসময় গরমের তীব্রতা কম থাকে। নিজের হ্যান্ডব্যাগে গামছা বা তোয়ালে রাখুন। গরমের কারণে বেশি ঘামলে এটি কাজে লাগবে। পা ঘেমে যাওয়ার সমস্যা থাকলে সুতির মোজা পরে বের হতে পারেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //