বিজয়ের উপহার

ক্যালেন্ডারের পাতায় এখন চলছে বিজয়ের মাস, ডিসেম্বর মাস। তাই সারা দেশেই উৎসবমুখর পরিবেশ। এই উৎসবের আনন্দ উদযাপনে প্রিয়জনের হাতে তুলে দিতে পারেন একটি ছোট্ট উপহার। 

তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে লালনপালন করতে জাতীয় পতাকার চেয়ে ভালো উপহার নেই। এ ছাড়া বাড়ির আঙিনায় টানানোর জন্য নিজেরা কিনতে পারেন বড় একটি লাল সবুজ পতাকা। ছোট সাইজের পতাকা কিনতে পারেন অফিসের টেবিল, গাড়িতে ও হাতে নিয়ে ঘোরার জন্য। 

এ ছাড়া প্রিয়জনকে উপহার দিতে পারেন বিজয় দিবসের নানা স্মারক। ফ্যাশন হাউসগুলোতে এসব স্বাধীনতার স্মারক পাওয়া যায়। এসব স্মারকের মধ্যে আছে শাড়ি, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি, চাবির রিং, মগ, কার্ড ইত্যাদি। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের ছবি ও বই কিংবা দেশের গানের অডিও/ভিডিও সিডিও রাখতে পারেন উপহারের তালিকায়।

দেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ। প্রতিবছরই বিজয় দিবস উপলক্ষে রঙের থাকে ভিন্ন আয়োজন। এখানে মিলবে বিজয়ের বেশ কিছু স্মারক। এসব স্মারক লাল সবুজের আবেশে মোড়ানো। ফ্যাশন ডিজাইনার সাদিয়া ইসলাম বলেন, স্বাধীনতা কিংবা বিজয় দিবসে যে নতুন পোশাক পরতেই হবে তেমন কোনো কথা নেই, আবার স্মারক রঙ লাল-সবুজ হতে হবে এমন কোনো শর্ত নেই। স্বাধীনতার স্বাদ তো আমরা বিভিন্নভাবেই নিতে চাই। তাই এ বিশেষ দিনটিকে মনে রাখতেই কাছের মানুষকে ছোট কোনো স্মারক উপহার দেওয়া যেতে পারে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে আছে মগ, টি-শার্ট, চাবির রিং, কার্ড, গানের সিডি, ডিভিডি, ফতুয়া, শাল, টপস, মাথার স্কার্ফ, ব্যান্ডানা, পাঞ্জাবি, মাফলার, মাটির তৈরি মেয়েদের কানের দুল, গলার হার, চুড়ি, ছোট আকারের জাতীয় পতাকাসহ নানা কিছু। 

শাহবাগের আজিজ সুপার মার্কেটের সুতি কাপড়ের বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, বিজয় দিবসে অনেকে নানা রকমের স্মারক উপহার কেনেন। আমরা প্রতিবছর এ সময়ে লাল-সবুজের উপহার আইটেম আনি। এসব ছাড়াও কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে লাল-সবুজ রঙের মাটির গয়না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //