তীব্র গরমে প্রাণিকুলের দশা ত্রাহি ত্রাহি। প্রাণ ওষ্ঠাগত উদ্ভিদেরও। মানুষ-পশু-পাখির মতোই নাকাল দশা গাছপালার। এই গরমে শখের গাছগুলো ভালো রাখতে হলে দরকার বিশেষ যত্ন। এই গরমে যেভাবে যত্ন নেবেন গাছপালার।
গরমে পানির স্তর নিচে নেমে যায়। এ কারণে অনেকের মনে হতে পারে গাছের গোড়ায় বেশি বেশি পানি ঢালা উচিত। ভুলেও তা করবেন না। এই সময় গাছের চারায় তিনবারের বেশি পানি দেওয়া একদমই অনুচিত। পানি দেওয়ার আগে অবশ্যই মাটির অবস্থা পরীক্ষা করে নিতে হবে। যদি স্যাঁতসেঁতে থাকে, তবে গোড়ায় না ঢেলে গাছের পাতায় পানি ছিটিয়ে দিলেই হবে। এজন উপযুক্ত সময় বিকেল।
এই গরমে রোজ বিকেলে গাছের পাতাগুলো পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। এতে করে গাছ থাকবে ধুলাবালিমুক্ত। ফলে সালোকসংশ্লেষণে ঘটবে না ব্যাঘাত। তবে ভুলেও বেশি পানি দিতে যাবেন না। অন্যথায় পচন ধরতে পারে।
কিছু গাছ আছে যেগুলোর কাণ্ড খুবই নরম। এ ক্ষেত্রে নিয়ম মেনে পানি ঢালতে হবে। একবারে পানিতে ভিজিয়ে না দিয়ে কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি দিতে হবে। ফলে গাছের পাতা বা কাণ্ড ঢলে পড়ার কোনো ভয় থাকবে না। গরমে গাছের গোড়ায় পানি ঢালতে উপযুক্ত সময় রাত। এতে করে রাত থেকে সকাল পর্যন্ত গাছগুলো পানি পাবে।
গাছের জন্য আলো প্রয়োজন হলেও গরমে সূর্যের কড়া তাপ ক্ষতিকর। শিকড় শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তীব্র তাপ থেকে বাঁচতে মানুষের মতো গাছেরও ছায়া প্রয়োজন। তাই এমন স্থানে গাছ রাখুন যেন সরাসরি রোদ না আসে; কিন্তু পর্যাপ্ত আলো বাতাস থাকে।
সবসময় গাছের গোড়া আগাছামুক্ত রাখা প্রয়োজন। গরমকালে এদিকে রাখতে হবে বিশেষ খেয়াল। কারণ আগাছা পরিষ্কার করলে গাছের চারা দ্রুত বাড়ে, সজীব থাকে। ফলে গোড়া শুকিয়ে যাওয়ার ভয়টা কম থাকে।
গাছের বৃদ্ধিতে বেশ সহায়ক ভূমিকা পালন করে সার। তবে অল্প সময়ে অতিরিক্ত বৃদ্ধির কথা ভেবে অনেকেই মাত্রাতিরিক্ত সার দিয়ে থাকেন। যা হুমকিস্বরূপ। কেননা অতিরিক্ত সার দেওয়ায় অকালে মারা যেতে পারে গাছ। সে কারণেই জেনে-বুঝে পরিমাণমতো সার ছিটানো উচিত। সবচেয়ে ভালো হয় রাসায়নিক সার এড়িয়ে জৈব সার ব্যবহার করলে। চা পাতা, ডিমের খোসা, গোবর, শুকনো পাতা একসঙ্গে কয়েক দিন রোদে রেখে জৈব সার তৈরি করে নিতে পারেন। এরপর পরিমাণমতো তা ছিটিয়ে দিন গাছের গোড়ায়।
এই মৌসুমে গাছ নিয়ে বেশি ভাবা উচিত ছাদ-চাষিদের। সূর্যের আলো বা তাপ সবটুকুই ছাদের ওপর পড়ে। আর তাপ যদি তীব্র হয় তাহলে ছাদে যাওয়াই মুশকিল। এ ক্ষেত্রে প্রথমেই গাছগুলোর জন্য ছায়া নিশ্চিত করতে হবে। গাছ যেহেতু টবে থাকে তাই টবগুলো সরিয়ে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। কিংবা সূর্যের আলো প্রতিরোধ করতে গাছের ওপর গ্রিন শেড দেওয়া যেতে পারে।
এ ছাড়া টবে লাগানো গাছগুলোর শিকড় যেহেতু সরাসরি মাটির সংস্পর্শ খুব একটা পায় না, তাই গরমকালে এগুলোর বিশেষ খেয়াল রাখা উচিত। ছায়া নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত নিয়ম মেনে পানি দেওয়া প্রয়োজন। এ বিষয়গুলো সবারই মেনে চলা প্রয়োজন। তবেই ভালো থাকবে শখের গাছ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাছপালা গরম গরমে গাছের যত্ন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh