পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচতে

রান্নাঘর থেকে বইয়ের তাক, জানালার কোনা থেকে ঘরের আনাচে-কানাচে, পুরো বাড়িতে পিঁপড়ার উপদ্রব। বর্ষা মৌসুমে খাবারদাবার তো বটেই, জামাকাপড় বা বিছানাপত্রও পিঁপড়ার আক্রমণের বাইরে থাকে না। পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচতে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। তবে হাতের কাছে যা আছে, তা দিয়েই পিঁপড়া তাড়ানো যায়; এগুলোর কোনো রাসায়নিক বিক্রিয়ার আশঙ্কা নেই।

পুদিনা পাতা : পুদিনা পাতার কড়া গন্ধ থেকে পিঁপড়া দূরে থাকে। কয়েকটি পুদিনা পাতা বেটে বা থেঁতলে রান্নাঘর ও মেঝের কোনায় রেখে দিন। পুদিনা থেঁতলে পানিতে মিশিয়ে ঘরে স্প্রে করলেও পিঁপড়ার উপদ্রব কমবে।

তেজপাতা : তেজপাতার গন্ধ পিঁপড়া একেবারেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়া করে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিলে পিঁপড়া আসবে না।

লবঙ্গ : চিনির কৌটায় লবঙ্গ রেখে দিলে পিঁপড়া আসে না। একটি ছোট কাপড়ে কয়েকটি লবঙ্গ ও দারুচিনি মুড়িয়ে বইয়ের তাকে রেখে দিন, পিঁপড়ার উপদ্রব কমবে।

গোলমরিচ গুঁড়া : এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া মিশিয়ে পিঁপড়া চলাচলের পথে স্প্রে করে দেন। মুক্তি পাওয়া যাবে পিঁপড়ার উপদ্রব থেকে। 

মরিচের গুঁড়া ও লবণ : এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ করে লবণ ও মরিচের গুঁড়া মেশান। পানি গরম থাকতে থাকতে যেসব জায়গায় পিঁপড়ার আনাগোনা, সেখানে ছিটিয়ে দেন। পিঁপড়া দূর হবে সঙ্গে সঙ্গেই।

লেবুর রস : লেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে মিশ্রণ স্প্রে বোতলে ভরে যেখানে পিঁপড়ার উপদ্রব বেশি সেখানে স্প্রে করুন। 

মাল্টা বা কমলালেবু : মাল্টা ও কমলালেবুও পিঁপড়া তাড়াতে কার্যকর। এক কাপ গরম পানি দিয়ে কমলা বা মাল্টার খোসা বেটে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পিঁপড়ার প্রবেশপথের চারপাশে ছড়িয়ে দিন। এ ছাড়া রান্নাঘরের স্ল্যাবের ওপরেও মাল্টা বা কমলার খোসা রেখে দিন। 

ভিনেগার : পিঁপড়া ভিনেগারের গন্ধ সহ্য করতে পারে না। সমানুপাতে সাদা ভিনেগার ও পানির মিশ্রণ তৈরি করে এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল মিশিয়ে ভালো করে ঝাঁকান। মিশ্রণটি পিঁপড়ার প্রবেশপথ, দেয়াল, ঘরের কোণ, দরজা-জানালায় স্প্রে করুন। পিঁপড়া দূর হবে।

কর্পূর : পিঁপড়া বা পোকামাকড় তাড়াতে এর জুড়ি নেই। ঘরে পিঁপড়ার গর্ত থাকলে সেখানে কর্পূর ফেলে দিন। পিঁপড়ার আনাগোনা কমে যাবে।

সরিষার তেল : অনেকে পিঁপড়া তাড়ানোর জন্য কেরোসিন তেল দিয়ে ঘর মোছেন। কেরোসিন তেলের পরিবর্তে ঘর মোছার পানিতে কয়েক ফোঁটা সরিষার তেল মিশিয়ে নিন। পিঁপড়া থেকে রেহাই মিলবে।

নিমপাতা : ঘর মোছার সময় অনেকেই লিকুইড ব্যবহার করেন। ঘর মোছার সময় বালতির পানিতে নিমপাতা বাটা মিশিয়ে নিন। এতে শুধু পিঁপড়া নয়, মশা-মাছিও দূর হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh