‘লেট হিম কুক’

জেনারেশন ‘জেড’কে জেন-জি বলে ডাকা হয়। মজার ছলে ‘গেঞ্জি’ বলেও ডেকে থাকেন অনেকে। পরিবারের মেয়েটি বা ছেলেটি যদি হয় জেনারেশন জেডের (জেন-জি), তবে তাকে গেঞ্জি বলে খেপানোটা হয় অনিবার্য! জেন-জিরা কিন্তু উপভোগই করে শব্দটি। বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকে ব্যাপক আলোচনায় আসে জেনারেশন জেড বা জেন-জি। আন্দোলন-সংগ্রামে জেন-জিদের একাগ্রতা, হার না মানা মনোভাব সকলে বুঝতে পারলেও ভাষার ব্যাপারটা প্রথম সাক্ষাতে বুঝতে পারা তো দূরঅস্ত। এসব হজম করতেই আগের প্রজন্মের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। জেন-জিরা প্রতিদিনের কথোপকথন, লেখা এবং সামাজিক মাধ্যমে এমন কিছু শব্দ ব্যবহার করে যার অর্থ বোঝা একটু মুশকিল। জেন-জিকে বুঝতে হলে তাদের ব্যবহৃত শব্দগুলোও তো বোঝা চাই! চলুন পরিচিত হয়ে আসি জেন-জিদের আবিষ্কৃত কিছু শব্দের সঙ্গে।

ইক (Ick) : বিরক্তি বোঝাতে জেন-জিরা শব্দটি ব্যবহার করে থাকে। বিশেষ করে কারও বা কোনো বিষয়ের প্রতি হঠাৎ বিরক্তি বোঝাতে এটি ব্যবহার করে।

সল্টি (Salty) : এর বাংলা অর্থ লবণাক্ত হলেও জেন-জিরা এটিকে অপমানজনক কোনো কথা বলাকে বোঝায়। বিশেষ করে রেগে গিয়ে কাউকে কিছু বললে, যেমন- তুমি এত সল্টিভাবে কথা বলছ কেন? 

স্লায় (Slay) : জেন-জিদের খুবই পছন্দের একটি শব্দ। কেউ যখন কোনো কিছুতে অনেক ভালো করে, তখন তার প্রতি মুগ্ধ হয়ে এই শব্দটি ব্যবহার করে। যেমন- তুমি সত্যিই অনেক ভালো করেছ, ইউ স্লায় মি।

আইকেআর (Ikr-I Know Right) : এটি রিয়্যাকশন হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত কোনো একটি বিষয়ে একমত হলে তারা এটি ব্যবহার করে।

টিটিওয়াইএল (TTYL-Talk to you later) : অর্থ বোঝাই যাচ্ছে। কথা বলার মাঝে উঠে যেতে হলে জেন-জিরা এই শব্দ ব্যবহার করে। যেমন-বাবা ডাকছে, টিটিওয়াইএল।

শুক (Shook) : জেন-জির অভিধানে এর অর্থ হলো কোনো কিছুতে অবাক হওয়া। যেমন-তোমার কথা শুনে আমি শুক। 

ইয়াপ (Yap) : এর মানে ‘হ্যাঁ’ নয়। জেন-জি ভার্সনে ইয়াপের অর্থ হচ্ছে বাচাল। কেউ যদি অনেক বেশি কথা বলে তবে সে একজন ইয়াপার।

পিরিয়ডট (Periodt) : কথার মাঝে কাউকে থামিয়ে দিতে বা কথা শেষে ‘পিরিয়ডট’ শব্দটি ব্যবহার করে, তখন এর মানে হলো- আলোচনা শেষ, আর কথা বলে বা তর্ক করে লাভ নেই।

এট (Ate) : খুশি হওয়ার কিছু নেই, কমন পড়েনি। জেন-জি ভার্সনে এর অর্থ হচ্ছে পারফর্ম্যান্স ভালো হওয়া। যেমন-শি এট দ্য ড্যান্স।

কুক (Cook) : কাউকে অস্বাভাবিক মনে হলে বা তার কাজের ফলে এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া, যাতে বিনোদন পাওয়া যায়। তবে অন্য পক্ষ বিব্রত বা অস্বস্তিবোধ করতে পারে। যেমন- অপেক্ষা করো, লেট হিম কুক।

ইটস গিভিং (It's giving) : এক ধরনের স্ল্যাং এটি। জেন-জিদের সামনে বেশি ভাব নিয়ে কিছু করতে গেলে বা বলতে গেলে তারা এই শব্দযুগল ব্যবহার করে। এটি অনেক ক্ষেত্রে প্রশংসা হিসেবেও ব্যবহার করা হয়।

ক্যাপ (Cap) : এটিও কমন পড়েনি। জেন-জি অভিধানে ক্যাপের অর্থ হচ্ছে মিথ্যা বলা। আর কেউ যদি বলে ‘নো ক্যাপ’, তার মানে হলো সে মিথ্যা বলছে না।

স্ল্যাপ (Slap) : জেন-জিদের কাছে ‘স্ল্যাপ’ হচ্ছে অনেক উপভোগ্য কিছু। খাবার থেকে শুরু করে সিনেমা, বই, এমনকি মানুষ-সব ক্ষেত্রেই এই শব্দের বহুল ব্যবহার হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh