বিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি! শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন একটি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করেছে চীন। উদ্দেশ্য একটাই- বিয়েসংক্রান্ত সব শিল্প-সংস্কৃতিতে জোয়ার আনা।
সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে এই কোর্স। তবে কোর্স চালু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে নতুন এই পাঠ্যক্রম। বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল- বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা! শুধু বিয়ে কেন, চীনে কমছে জন্মহারও। সবমিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিনপিং সরকার। কারণ বেইজিংয়ের উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার ছিল এই বিপুল জনসংখ্যা। উন্নয়নের মান সমান তালে ধরে রাখতে তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের আধিকারিকরা।
আর এজন্যই হয়তো তারা শুরু করছেন একেবারে বিয়ে থেকে। বিষয়টির নাম ‘ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট’। এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়েশিল্পের দিকে। দাবি করা হয়েছে- পড়ুয়াদের কাছে বিয়ে ও পরিবার সংস্কৃতি সম্পর্কে সদর্থক ধ্যানধারণা তুলে ধরা হবে পাঠ্যক্রমে, যার সাহায্যে চিনের বিবাহব্যবস্থার দিকটিকে আরও জোরাল করে তোলা হবে; থাকবে পরিবার কাউন্সেলিংয়ের মতো নানা বিষয়। ১২টি প্রদেশের অন্তত ৭০ জন আন্ডারগ্র্যাজুয়েট ইতোমধ্যে তাদের নাম নথিভুক্ত করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh