লাল শাপলা দেখার এখনই সময়

রোজকার একঘেয়ে জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে সবারই ঘুরতে যেতে ইচ্ছা করে। তবে পারিপার্শি¦ক নানা কারণে দূরে বেড়াতে যেতে পারেন না অনেকেই। তাই চোখ আর মনকে প্রশান্তি দিতে আশপাশেই থাকা লাল শাপলা বিল ঘুরে আসতে পারেন। দেশের খাল, বিল, হ্রদ- প্রায় সব জায়গাতেই শাপলা ফোটে, কিন্তু কিছু জায়গার সৌন্দর্য অতুলনীয়। এমন কয়েকটি শাপলা বিলের খোঁজ রইল...


নরাইট বিল 

ঢাকার যান্ত্রিক জীবন থেকে কিছুক্ষণের জন্য স্বস্তি পেতে গাজীপুরের কাপাসিয়ার নরাইট বিলে যেতে পারেন। চাদরের মতো বিছিয়ে থাকা লাল শাপলা, পাখির হালকা কিচিরমিচির আর শান্ত-নিরিবিলি পরিবেশ- যেন এক অন্য জগৎ। এই বিলের সত্যিকার সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে বেশ সকালবেলা; যখন শাপলাগুলো ফুটতে শুরু করে। কাপাসিয়া থেকে আমরাইদ বাজার যেতে হবে। সেখান থেকে জলপাইতলা হয়ে পাঁচুয়া গ্রাম পেরিয়ে নরাইট বিলে পৌঁছে যাবেন।


রূপগঞ্জ শাপলা বিল

ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিমুলিয়া গ্রামের শাপলা বিল। বিলে ঘুরতে গেলে বৈচিত্র্যময় দৃশ্য দেখা যায়, যেখানে তিনটি ভিন্ন ধরনের শাপলার পাশাপাশি ফুটে থাকে পদ্মও। বিলের কাছেই জিন্দাপার্ক অবস্থিত। তাই জিন্দাপার্ক ঘোরার পাশাপাশি শাপলা বিল ঘুরে আসা যায়। 


ঘোড়াদীঘি বিল

নেত্রকোনার কাগতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামে ঘোড়াদীঘির বিলে ফুটে থাকা অগণিত লাল শাপলায় চোখ জুড়াবে সবার। আশপাশের এলাকা থেকে শত শত মানুষ এই শাপলার দৃশ্য উপভোগ করতে আসে। নেত্রকোনা শহর থেকে নাড়িয়াপাড়া গ্রামে যেতে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশায়ও যাওয়া যায় এই বিলে। 


সাতলা বিল

সমুদ্রের মতো বিস্তীর্ণ জলরাশি, যেটি হাজার হাজার লাল শাপলা আর সবুজ পাতায় আচ্ছাদিত! শরৎকাল থেকে হেমন্তের মধ্যভাগ পর্যন্ত সাতলা বিল পরিণত হয় শাপলার সমুদ্রে। বরিশাল শহর থেকে ৬০ কিলোমিটার দূরে সাতলা বিল। সাতলা বিল যেতে হলে বরিশাল থেকে বাসে শিকারপুর গিয়ে নামতে হবে, সেখান থেকে অটো ভাড়া করে উত্তর সাতলা। 


ডিবির হাওর

ডিবির হাওর- একপাশে পাহাড় আর এর নিচেই বিস্তীর্ণ জলরাশি, যা ভরে আছে লাল শাপলায়। এজন্য এটি লাল শাপলার বিল নামেও পরিচিত। ডিবির হাওর ঘুরতে গেলে সেখানে আসা পরিযায়ী পাখি- পিনটেইল হাঁস, সারস বা মাছরাঙার ঝাঁকও হাওরে স্বাগত জানাবে। সিলেট থেকে বাস, লেগুনা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় সিলেট-তামাবিল সড়ক ধরে যেতে হবে জৈন্তাপুর। তারপর বিজিবি ক্যাম্প ফেলে কাঁচা রাস্তা ধরে গেলেই ডিবির হাওরের দেখা মিলবে।


সিধলং বিল

‘শাপলার রাজ্য’ নামে পরিচিত সিধলং বিল। ময়মনসিংহের গৌরীপুরের সিধলা ইউনিয়নের বিলটিকে স্থানীয়রা ‘সিধলা বিল’ নামেও ডাকে। পানি এলে এই বিল সেজে ওঠে লাল-সাদা শাপলায়। সিধলং বিলে যেতে ময়মনসিংহ পৌঁছাতে হবে। সেখান থেকে বাস বা অটোরিকশা ধরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শ্যামগঞ্জ বাজারে নামতে হবে। এই বাজার থেকে সিধলং বিলের দূরত্ব দুই কিলোমিটার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh