অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম
পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি আগত ভালোবাসা দিবসকে ঘিরে আয়োজন করেছে ‘মেক দা ডেট- ভ্যালেন্টাইন অন দা স্কাইলাইন’ ও ‘এ গ্রান্ডিওস ভ্যালেন্টাইন’! মৃদু বাতাসের স্পর্শ, আর চারপাশে একান্ত নির্জনতায় স্বপ্নীল এক পরিবেশে প্রিয়জনকে নিয়ে কাটাকে পারবেন সুন্দর মুহূর্ত্ব।
আকাশের নীচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করতে যেতে পারেন রিজেন্সিতে। তাদের বার বি কিউ ক্যান্ডেল লাইট ব্যুফে ডিনার উপভোগ করতে হলে গুনতে হবে ৯ হাজার ৯ শত ৯৯ টাকা। সুস্বাদু গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন এবং মৃদু সুরের মনোমুগ্ধকর পরিবেশে আপনার ভালোবাসার গল্প হয়ে উঠুক আরও গভীর, আরও রঙিন।
গ্রিল অন দ্য স্কাইলাইনের আকাশছোঁয়া সৌন্দর্যের মাঝে, শুধুমাত্র প্রেমিক যুগলদের জন্যই বিশেষভাবে সজ্জিত প্রাইভেট টেন্ট থাকবে– যেখানে প্রেমের ভাষা রচনা করবে মোমবাতির আলো, মনোমুগ্ধকর ফুলের সৌরভ, আর সুস্বাদু বিশেষ মেনুর এক অনন্য সংযোজন।
যারা এক জমকালো পরিবেশে ভালোবাসার রাতটিকে স্মরণীয় করে রাখতে চান, তাদের জন্য গ্রান্ডিওস রেস্টুরেন্ট আয়োজন করছে এক্সক্লুসিভ গ্র্যান্ডিওস ভ্যালেন্টাইন বুফে ডিনার মাত্র ৬ হাজার ৬০ টাকায়। যেখানে সিলেক্টেড কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বাররা একটির মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়াও, এই বিশেষ দিনটির রোমান্স আরও বাড়িয়ে দিতে থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ, যেখানে কাপলরা উপভোগ করতে পারবেন বিলাসবহুল রাত্রিযাপন; এর সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট, ব্যুফে ডিনার এবং আরও অনেক কিছু উপভোগ করতে পারবেন মাত্র ১৬ হাজার ১৬ টাকায়।
পুরো আয়োজনটি চলবে ফেব্রুয়ারির ১৩
থেকে ১৫ তারিখ প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজ dhakaregencyhotel
এ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh