হামলা-মামলা ও লাঞ্ছিত হয়েছেন লালমনিরহাটের ৬ সাংবাদিক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১৬:৫৬

লালমনিরহাটে সংঘর্ষের একটি চিত্র। ছবি: লালমনিরহাট প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে হামলা, মামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন লালমনিরহাটের ছয় সাংবাদিক। এদের মধ্যে তিনজনের নামে মামলা, দুইজন সাংবাদিককে মারধর ও একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে।
জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করেন এবং আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্ছিত করে ছাত্রলীগ। এর আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগ।
এদিকে কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দৈনিক মানবকন্ঠর সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামি করা হয়।
এছাড়া জেলা সদরের একই ঘটনার একটি মামলায় সাব্বির আহমেদ লাভলু নামে এক সাংবাদিককে আসামি করা হয়েছে।
ডেইলি স্টারের লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় ও প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি দুঃখজনক। আমরা সবাই বসে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি দেব।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও মামলার আসামি করার বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।
উল্লেখ, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে লালমনিরহাটে সহিংস ঘটনায় প্রায় দেড়শ জনের নাম উল্লেখ করে দায়ের দুই মামলায় জামায়াত ও বিএনপি নেতাসহ এপর্যন্ত ১৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।