সরকার পুরো দেশকে জুয়ার আসর বানিয়েছে: ফখরুল

বর্তমান সরকার পুরো দেশক্রে জুয়ার আসরবানিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মহানগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, বর্তমান সরকার ক্যাসিনো ও মেগাপ্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সরকার পুরো দেশটাকে জুয়ার আসর বানিয়ে রেখেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জুয়া-ক্যাসিনোর চেয়েও অনেক বড় অপরাধ করেছেন আপনারা—দেশের মানুষের ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছেন। সংবিধানে যে অধিকার দেওয়া আছে, সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন। এর জবাবদিহিতা একদিন করতে হবে আপনাদের।’

তিনি আরো বলেন, ‘এই সরকার গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে। অথচ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার, সব করেছে তারা। একাত্তরের পর সরকার গঠনের পর রক্ষীবাহিনী গঠন করে দেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে আওয়ামী লীগ।’

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //