মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেয়া উচিত ছিল: মওদুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে ক্ষমতাসীন জোটের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘মেননের এই বক্তব্যের পর সরকারের উচিত ছিল অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেয়া।’

জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আজ শনিবার নতুন নির্বাচনের দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে সত্য কথা বলায় মেননকে ধন্যবাদ জানাই। মেনন দেরিতে হলেও সত্য কথা বলেছেন। তিনি যা বলেছেন, সেটা আমরা শুরু থেকেই বলে আসছি। ২৯ ডিসেম্বর রাতে সিভিলিয়ান ক্যু করে সরকার ক্ষমতা দখল করেছে। এই সরকারের রাষ্ট্র পরিচালনা করার নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। সুতরাং মেননের বক্তব্যের পর সরকারের উচিত ছিল সংসদ ভেঙে দেয়া।’ 

তিনি বলেন, ‘বিচার বলে তো একটা জিনিস আছে। ২০১৯ সালটা শুরু হয়েছে নুসরাত হত্যাকাণ্ড দিয়ে। এরপর ছাত্রলীগের টেন্ডারবাজি,  চাঁদাবাজি। যুবলীগ নেতা খালেদ, শামীম, সম্রাট গ্রেফতার। এ রকম কত সম্রাট, কত শামীম, কত খালেদ যে যুবলীগে এখনো আছে, সেটা আমরা আন্দাজ করতে পারি।’ 

তিনি আরো বলেন, ‘২০১৯ সাল ইজ ব্যাড লাক ফর গভার্নমেন্ট।’

খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে মওদুদ বলেন, ‘আদালত তাকে জামিন দেবেন না। কারণ সরকার তার জামিন চায় না। রাজনৈতিক প্রভাবের কারণে এক বছর আট মাসে তাঁর জামিন হয়নি। তাঁর জামিন আইনের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাসও করি না। তাঁর মুক্তির একমাত্র পথ রাজপথ। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে দেশের গণত্রন্ত্র।’

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার মঈনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //