অবশেষে দাবি মেনে নিলো এসএ টিভি

অবশেষে বেসরকারি টেলিভিশন এসএ টিভির চাকরিচ্যুত আট জন সাংবাদিককে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধসহ তিন দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

তিনি বলেন, মালিকপক্ষ আমাদের দাবির বিষয়ে চুক্তি করেছেন। চাকরিচ্যুত আট জনের বকেয়া থাকলে তা পরিশোধ করা হবে। টার্মিনেশন বেনিফিট প্রদান করবে এবং আগামী পাঁচ দিনের মধ্যে তা পরিশোধ করা হবে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাটাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে, যা চুক্তিতে উল্লেখ রয়েছে।

 অনৈতিক চাকরিচ্যুতির প্রতিবাদ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার (৭ ডিসেম্বর) সকালে টেলিভিশনটির কর্মী ও সাংবাদিক নেতারা ধর্মঘট পালন করেন। মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর সমস্যা সমাধানে মালিকের সঙ্গে ডিইউজের নেতারা একাধিকবার আলোচনায় বসলেও কোনো সুরাহা হয়নি।

পরে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১১ ডিসেম্বর) পর্যন্ত এস টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে চাকরিচ্যুত সংবাদকর্মীরা।

আরো পড়ুন

এসএ টিভির মালিক এখনো অবরুদ্ধ


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //