করোনাহীন দেশের সন্ধানে

শুভ সকাল দেশের বন্ধুরা। বিদেশে যাঁরা আছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, অবস্থানভেদে আপনাদেরও গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড ইভনিং।

যে যেখানেই আছেন, আশা করি স্বজনদের সাথে নিরাপদ অবস্থানেই আছেন।

আমি ছোট একটা সুসংবাদ দিতে চাই। সেটা এই যে, পৃথিবীতে এখনো কয়েকটি দেশ আছে যেগুলিতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি। হাতে গোনা এই দেশগুলির দু’একটির নাম বলতে পারবেন?

অনুমান করতে থাকুন, এবং আরেকটা প্রশ্ন নিয়ে ভাবুন, এই মুহূর্তে যদি আপনাকে করোনামুক্ত কোনো দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার প্রস্তাব দেওয়া হয়, আপনি কি তা লুফে নেবেন?

করোনাভাইরাসমুক্ত দেশগুলি নিয়ে আমার ভাবনা উস্কে দিয়েছেন, পরোক্ষভাবে, বর্তমানে দেশের বাইরে কর্মরত আমার এক প্রাক্তন সহকর্মী। দু’দিন আগে তাঁর সাথে ফোনে কথা হচ্ছিল অন্য বিষয়ে। কথাপ্রসঙ্গে আমি জানতে চাইলাম, তিনি যে দেশে এখন আছেন, তাঁর বর্তমান কর্মস্থল, সেখানে করোনাভাইরাস সংক্রমণের কী অবস্থা? তিনি জানালেন, সে দেশে এখনো ভাইরাসটি পৌঁছায়নি। যুদ্ধ চলছে যে!

দেশটির নাম ইয়েমেন। খবরে প্রকাশ, জাতিসংঘের আহ্বানে সৌদি আরবসহ ইয়েমেনে যুদ্ধরত সব পক্ষ নাকি রাজি হয়েছে যুদ্ধ বিরতিতে, যাতে করোনাভাইরাসের বিরুদ্ধে ‘যুদ্ধে’ সবাই মনোযোগ দিতে পারে!

নেট ঘেঁটে এখন পর্যন্ত করোনাভাইরাস মুক্ত আরো যে কয়েকটি দেশের কথা জানতে পেরেছি, সেগুলির মধ্যে রয়েছে:

দক্ষিণ সুদান

বতসোয়ানা

মালাওয়ি

লেসুথু

সিয়েরা লিওন

গিয়ে থাকবেন কোনোটিতে?


লেখাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রশান্ত ত্রিপুরার ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //