বাকি অনলাইন পোর্টালগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যাচাইবাছাই শেষে কিছু অনলাইন পোর্টালের অনুমোদন দেয়া হয়েছে এবং বাকিগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন গণমাধ্যমের প্রাণ। সাংবাদিকতার জন্য কি ডিগ্রি হওয়া প্রয়োজন তা সাংবাদিকরাই ঠিক করবেন। সরকার ডিগ্রি বেধে দিবে না।

গতকাল বুধবার (১০ মার্চ) জয়পুরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতার মহান পেশায় দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

গতবছরের ৩০ জুলাই নিবন্ধনের জন্য অনুমতি পায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল। এরপর ৩ সেপ্টেম্বর দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। এর পরের দফায় গত ২৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয় আরো ৫১টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দেয়। 

তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //