সিরিয়ায় বিবিসির দুই সংবাদ কর্মীর অ্যাক্রেডিটেশন বাতিল

সিরিয়ার তথ্যমন্ত্রণালয় শনিবার জানিয়েছে, বিবিসির দুই স্থানীয় সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে সরকার। মূলত মিথ্যা ও পক্ষপাতমূলক তথ্য এবং সংবাদ প্রচারের দায়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এর আওতায় একজন সংবাদদাতা ও ক্যামেরাপারসন রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি সরকার। 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। রাজনৈতিক পক্ষপাতিত্ব এনে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। 

সিরিয়া সরকার আরও জানিয়েছে, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি অনবরত ভুয়া খবর প্রচার করে চলেছে। 

রয়টার্সের পক্ষ হতে যোগাযোগ করা হলে এ বিষয়ে সিরিয়ার বিবিসি অ্যারাবিক দপ্তর জানায়, আরব বিশ্বের মানুষের কাছে বস্তনিষ্ঠ, সত্য এবং নিরপেক্ষ সংবাদ প্রচারে আমরা কাজ চালিয়ে যাব। 

তবে রয়টার্সের সঙ্গে এ বিষয়ে দেশটির তথ্যমন্ত্রণালয় কোন কথা বলতে রাজি হয়নি। এসময় তারা শনিবার কার্যদিবস নয় উল্লেখ করে কথা বলতে অস্বীকার করে। 

গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান উইদআউট বর্ডারের সমীক্ষায় ১৮০ টি দেশের মধ্যে ১৭৫ তম দেশের তালিকায় রয়েছে সিরিয়ার গণমাধ্যমের স্বাধীনতা খর্বের বিষয়টি। সরকার ও অন্যান্য দপ্তর জোরপূর্বক গণমাধ্যমের অধিকার খর্ব করে আসছে। এমনকি প্রকৃত সত্য তুলে ধরা বা কোন প্রতিবেদন করার সময় সরকারের অনুমতি ছাড়া কাজ করা যাবে না বলেও কর্তৃপক্ষের আদেশ রয়েছে বলেও অভিযোগ সংস্থাটির। 

গতমাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সিরিয়া সামরিক বাহিনী ক্যাপ্টাগন নামক একটি মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে এ মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করলে বিবিসি অ্যারাবিকের কর্মীরা তার রোষানলে পড়েন। আর এর পরেই এমন সিদ্ধান্ত নিল আসাদ সরকার। 

তবে এ অভিযোগ প্রত্যাখান করেছে সিরিয়া সরকার। 

অন্যদিকে আসাদের ভাই ও সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন প্রধান মাহের আল-আসাদ এটি যুক্তরাষ্ট্র, বৃটেন ও ইউরোপিয় ইউনিয়নের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।  

সূত্র: রয়টার্স 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //