গাজীপুর প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে গাজীপুর প্রেসক্লাব ভবনে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭টি পদে ১৬ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। শুধু সভাপতি পদে অধ্যাপক এনামুল হক ও আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৬৩ জন ভোটারের মধ্যে ৩৭ জন সদস্য ভোট প্রদান করেন। এর মধ্যে অধ্যাপক এনামুল হক পেয়েছেন ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন এক ভোট।
বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী উপস্থিত ছিলেন। এর আগে ১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে নির্বাচিতরা হলেন- সভাপতি অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (নিউজ টাইমস), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল, (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাবিবুর রহমান(ডেইলি বাংলাদেশ পোস্ট ), দপ্তর সম্পাদক কাজী মো. মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস)।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার), এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), মো. রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), মো. জাহাঙ্গীর আলম (দীপ্ত টিভি), মো. সাইদুর রহমান সাইদ (দৈনিক সোনালী খবর)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh