নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু

নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ বেতারের বখতিয়ার শিককদার সভাপতি এবং দৈনিক যায়যায়দিনের আবু নাছের মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের তত্ত্বাবধানে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৫জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু (চ্যানেল আই) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। সহ-সভাপতি পদে ২ জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুই জন এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন ও আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। 

কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন। নুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। মাহাবুবুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //