বাংলাদেশ নির্বাচন নিয়ে যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

বাংলাদেশে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোট সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন তথ্য। এরই মধ্যে দেখে নেয়া যাক ভারতের কয়েকটি বাছাই করা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর-

এই সময়: ‘বন্‌ধ’ আর বয়কটের আবহেই আজ ভোট বাংলাদেশে
ট্রেন পোড়ানর পরদিনই একাধিক নির্বাচনি বুথে আগুন। ‘বন্‌ধের’ ডাক, সাথে বিক্ষোভ। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই আজ রোববার সাধারণ নির্বাচন বাংলাদেশে। ভোট বয়কটের ডাক আগেই দিয়েছিল বাংলাদেশের বিরোধী দল বিএনপি। শনিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা ‘বন্‌ধের’ ডাকও দেয় তারা। তারই মধ্যে একাধিক জায়গায় অগ্নিসংযোগের খবর। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট করানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আনন্দবাজার পত্রিকা: পঞ্চায়েত ভোটকে ‘ঠেস’, আজ পরীক্ষায় বাংলাদেশ
এবার নির্বাচন নিয়ে বেশ একটা বৈঠকি মেজাজে অনেকে। দেশ জুড়ে এই মেজাজের কথা বলছে সরকারও। ঢাকার গোপীবাগ স্টেশনে শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনা নিশ্চিতভাবেই তাতে টোল ফেলেছে। কিন্তু জনজীবনে এই ঘটনার খুব যে প্রভাব পড়েছে তা হয়, বরং এক ভারতীয় সাংবাদিক নাশকতার প্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তোলায়, পঞ্চায়েত নির্বাচনকে উল্লেখ করে পশ্চিমবঙ্গকেই ঠেস দিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। কাজি হাবিবুল আউয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তো ৪২ জন মারা গিয়েছিলেন, তাহলে কি বলতে হবে ভারতে গণতান্ত্রিক পরিবেশ নেই?’

দ্য টাইমস অফ ইন্ডিয়া: বাংলাদেশ ভোটস টুডেঃ ফোরথ টার্ম লাইকলি ফর হাসিনা
প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কটের কারণে টানা চতুর্থ বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বিক্ষিপ্ত ‘শিংস্তার’ ঘটনার মাঝেই রোববার বাংলাদেশে নির্বাচন। তিন শ’ টি সিটের নির্বাচনের ফলাফল সোমবার জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। যেহেতু ভারত যৌথভাবে উগ্র চরমপন্থা এবং মৌলবাদ দমন করতে চায় তাই ওই অঞ্চলে হাসিনার ক্ষমতায় আসা শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

হিন্দুস্তান টাইমস: টেনশনস হাই ইন বাংলাদেশ আহেড অফ ক্রুশিয়াল ইলেকশনস
বাংলাদেশে পোলিং বুথে আগুন লাগিয়ে দেয়া হয়েছে যা ঘটেছে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনের মৃত্যুর ঠিক পরদিনই। গণতান্ত্রিক পরিবেশকে নিশানা করতে ট্রেনের ওই অগ্নিসংযোগের ঘটনা, এমনটাই দাবি করেছে সরকার। সাধারণ নির্বাচনের ঠিক আগে শনিবার ৪৮ ঘণ্টার ‘বন্‌ধ’ ডেকেছে প্রধান বিরোধীদল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য টানা চতুর্থবার ক্ষমতায় আসা। এই সব মিলিয়ে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে তীব্র উত্তেজনা। সূত্র: বিবিসি


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //