প্রেস ক্লাব থেকে ৬ সাংবাদিক বহিষ্কার, ৪ জনের সদস্যপদ স্থগিত

ছয় জন সাংবাদিককে বহিষ্কার এবং চার জনের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। 

গতকাল রবিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য এবং পতিত সরকারের পাতানো নির্বাচনে সংশ্লিষ্টতার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যে চার জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে তারা হলেন—শওকত মাহমুদ, তাহমিনা আকতার, শেখ ফজলুল করিম সেলিম ও সালমা ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় উপস্থিত সদস্যরা পতিত সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে ফ্যাসিবাদকে বৈধতাদানকারী সদস্যদের শাস্তির দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি এই চার জনের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অন্যদিকে বহিষ্কৃতরা হলেন—শামসুল হক দুররানী, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম প্রধান, ওবায়দুল হক খান, রাশেদ চৌধুরী ও ফারাজি আজমল হোসেন।

এই ছয় জনের বহিষ্কারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বানচালের চক্রান্ত, সভায় উচ্ছৃঙ্খল আচরণ এবং বিভিন্ন সময় প্রেস ক্লাবে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপদস্থের সঙ্গে জড়িত থাকা সদস্যদের শাস্তির দাবি জানান সভায় উপস্থিত সদস্যরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী ওই সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh