২২ ডিসেম্বর ফের বাজারে আসছে ‘আমার দেশ’

বন্ধ হওয়ার এক যুগেরও বেশি সময় পর পুনরায় বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রবিবার (২২ ডিসেম্বর) থেকে পত্রিকাটি বাজারে পাওয়া যাবে। 

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুল-ভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পত্রিকাটির সম্পাদকীয় নীতি কেমন হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমরা সঠিক খবরটা দেয়ার চেষ্টা করবো। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেয়া হয়েছে। বক্তব্যে ভুক্তভোগীর কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র‍্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করতো। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করবো না।

তিনি বলেন, গত ১৭ বছরের হাসিনার পরিবারের বিরুদ্ধে কারও লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে বলে জানান মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০ শতাংশ। আমরা মানুষের মাঝে পত্রিকার প্রতি আস্থা বাড়াবো। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকাল বেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক। আমার দেশে সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, আমরা স্বাধীনতার কথা বলব। আমরা আগেও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনি। এখনো করব না। হাসিনার আমলে আমরা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম। আমরা কখনোই কোনো দলকে এডিশনাল কভারেজ দেয়নি। এখনো কোন দলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh