বন্ধ করে দেওয়া পত্রিকা ভোরের কাগজ খুলে দেওয়া এবং অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিক-কর্মচারীরা।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর মালিবাগের মৌচাকে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা জানান, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০ টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপনসহ সব সুযোগ-সুবিধা নেয় ভোরের কাগজ। অথচ সাংবাদিক-কর্মচারীদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এমনকি কোনও নিয়োগপত্র দেওয়া হয়নি। বন্ধ পত্রিকা খুলে দেওয়া, নিয়োগপত্র প্রদান, ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ সব বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট দিতে হবে।
দাবি আদায়ে আগামীকাল রবিবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপরও দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাংবাদিকরা।
সমাবেশে বক্তব্য রাখেন– ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, সম্পাদকীয় বিভাগের ইনচার্জ সালেক নাসির উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন হাশিম, সার্কুলেশন বিভাগের ইনচার্জ তসলিম চৌধুরী, বিজ্ঞাপন বিভাগের ডেস্ক নির্বাহী মো. আক্কাছ আলী, কম্পিউটার বিভাগের ইনচার্জ গোলাম কিবরিয়া, স্পোর্টস ইনচার্জ শামসুজ্জামান শামস, আইটি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান প্রমুখ।
এছাড়া মানববন্ধন ও সমাবেশে ভোরের কাগজের সব বিভাগের সাংবাদিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh