চট্টগ্রামে সাম্প্রতিক দেশকালের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চট্টগ্রামে সাম্প্রতিক দেশকালের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর মোমিন রোডের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ রিয়াজ হায়দার চৌধুরী।

পত্রিকাটির চট্টগ্রাম প্রতিনিধি ইমরান সোহেলের তত্ত্বাবধান এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

মফিজুর রহমান বলেন, বর্তমানে বাজারে অসংখ্য পত্রিকা রয়েছে। কিন্তু একটি সংবাদ তৈরি করতে পড়াশোনার প্রয়োজন আছে। তাই আমি বলবো আপনারা বেশি বেশি পড়াশোনা করুন। সাম্প্রতিক দেশকালের মতো পত্রিকার প্রকাশনা জাতিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিজ্ঞাপনদাতা ও পাঠক সম্মাননা গ্রহণ করেন সাতকানিয়া পৌর মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবু বক্কর, সাতকানিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদ, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হক চৌধুরী, কবি ও লেখক মাদল বড়ুয়া।

দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, চান্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রূপা, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ন্যাপ (মোজাফ্ফর) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, মঞ্চ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম টিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবুল বাশার, সকালের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ এস এম পিন্টু, আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর।

অন্যদের মধ্যে স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মো. সেলিম ভূঁইয়া, ইকবাল ইবনে মালেক, সায়েম উদ্দিন, সালামত উল্লাহ, কবি বিবি ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //