এএসডি ফেলোশিপ পেলেন ৪ সাংবাদিক

শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রতিবেদনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) ফেলোশিপ-২০২১ পেলেন রাজধানীর গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিক।

তারা হলেন দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে মানবকণ্ঠের প্রতিবেদক সেলিম আহমেদ, টেলিভিশন ক্যাটাগরিতে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মো. শারফুল আলম, রেডিও ক্যাটাগরিতে রেডিও টুডের স্টাফ রিপোর্টার সাখাওয়াত সুমন এবং অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এএসডি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফেলোশিপ প্রাপ্ত প্রত্যেকের হাতে ২০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এএসডির কর্মসূচি পরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ, এএসডির কো-অর্ডিনেটর এম. এ. করিম, ডিসিএইচআর প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা, অ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মো. ইসহাক ফারুকী, প্রকল্প কর্মকর্তা গুল-ই-জান্নাত জেনি, ফিল্ড সুপারভাইজার সত্যব্রত দাস প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //