তুরস্কে ডয়চে ভেলে বন্ধ

তুরস্কে জার্মানির সম্প্রচার সংস্থা ডয়চে ভেলের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

আংকারা কর্তৃপক্ষ বলছে, সম্প্রচার পুনরায় শুরু করতে হলে এই মিডিয়াকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

তবে ডয়চে ভেলে তুরস্কের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) তুরস্কের সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিল (আরটিইউকে) এই পদক্ষেপ নেয়। 

জার্মান সম্প্রচার সংস্থার মূল ওয়েবসাইটসহ বিভিন্ন ভাষাভিত্তিক ওয়েবসাইটের কোনোটিতেই এখন আর তুরস্ক থেকে ঢোকা যাচ্ছে না। ডয়চে ভেলে ৩২টি ভাষায় খবর প্রচার করে থাকে।

গত ফেব্রুয়ারি মাসে তুরস্কের মিডিয়া ওয়াচডগটি ডিডাব্লিউ ও অন্য আন্তর্জাতিক গণমাধ্যমকে লাইসেন্সের জন্য আবেদন করতে বলে। অন্যথায় দেশটির ২০১৯ সালের মিডিয়া আইন অনুযায়ী নিষিদ্ধ করা হবে বলে জানায়।

ডিডাব্লিউ বিবৃতি দিয়ে জানায় যে, তারা এটি মানতে পারছে না, কারণ, এতে তুর্কি সরকার তাদের কনটেন্ট সেন্সর করার অধিকার পাবে।

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, আমরা বিস্তারিতভাবে চিঠির মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কেন আমরা এই লাইসেন্সের জন্য আবেদন করতে পারি না তা জানিয়েছি। যেমন, তুরস্কে লাইসেন্সকৃত মিডিয়াগুলোকে আরটিইউকের কাছে অনুপযুক্ত মনে হয়-এমন অনলাইন কনটেন্ট মুছে দিতে হয়। একটি স্বাধীন সম্প্রচার মাধ্যমের কাছে এটি অগ্রহণযোগ্য।

‘ডয়চে ভেলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

ডিডাব্লিউ ও অন্য কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া থেকে তুরস্কের জনগণ স্বাধীন খবর পায়। এর আগে ভয়েস অব আমেরিকা ও ফ্রান্সের ইউরোনিউজকেও লাইন্সের নোটিশ পাঠিয়েছিল আরটিইউকে।

২০১৯ সালের তুর্কি মিডিয়া আইনের শর্ত মেনে দেশটিতে একটি লিয়াজোঁ অফিস বসিয়েছে ডয়চে ভেলে। ২০২০ সালের ফ্রেব্রুয়ারিতে সেখানকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিবন্ধনও করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //