পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মর্টার শেল বিস্ফোরণে অন্তত ৯ শিশু নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আরো চারজন আহত হয়েছে।
খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ির আঘাতে অনেক দিনের পুরোনো মর্টার শেলে বিস্ফোরণ ঘটে। নানগরহর প্রদেশের গভর্নরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে ওই বিস্ফোরণ ঘটেছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বিস্ফোরণে আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। কয়েক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে কারণে অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রের ঝুঁকিতে থাকা দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।-খবর আল জাজিরার।
বিষয় : আফগানিস্তান বিস্ফোরণ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh