আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৫:৪৮ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৫:৪৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তিনটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরোও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সোমবার (১৭ জানুয়ারি) আবু ধাবির পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের কাছে তিনটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ সাইটের কাছে আগুন লেগেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ছোট প্লেনের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ড্রোন থেকেই হয়তো হামলা চালানো হয়েছে। ওই হামলা থেকেই বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই হামলা থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এছাড়া এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
ইয়েমেনে আরব আমিরাতের অংশগ্রহণে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে হুতি বিদ্রোহীরা। এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা আমিরাতের গভীরে সামরিক অভিযান চালিয়েছে। কয়েক ঘণ্টা পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়।
বিষয় : হুতি বিদ্রোহী বিমান হামলা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh