সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। আহতের সংখ্যা ৭।
আজ সোমবার (২২ মে) আগুনের এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গালফ নিউজ ও খালিজ টাইমস।
প্রতিবেদনগুলোয় বলা হয়, মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে আগুনের ঘটনায় আহত দুজনের অবস্থা সঙ্কটাপন্ন। কেন বা কীভাবে আগুনের ঘটনাটি ঘটেছে, সেটি তদন্ত হচ্ছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনো গুজবে কান না দিতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সংযুক্ত আরব আমিরাত আবুধাবি আগুন অগ্নিকাণ্ড নিহত আহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh