দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। মেডিকেল সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) জেরিকো হাসপাতালের পরিচালক রয়টার্সকে জানায়, দুই যুবককে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই দুই যুবকের নাম পরিচয় শনাক্ত করেছে। এদের মধ্যে একজন হলেন ১৬ বছরের কুয়েই আল ওলাজি এবং মোহাম্মাদ নুজুম। দুইজনকেই বুকে গুলি করা হয়েছে। চলতি মাসে জেরিকো শরণার্থী ক্যাম্পে ইসরায়েল বাহিনীর এটাই প্রথম হত্যাকাণ্ড। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় ওই দুই যুবক জড়িত কিনা তা জানা যায়নি। তারা আরও জানায়, এক ঘণ্টার কম সময় ধরে এ অভিযান চলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //