মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ

মার্কিন নাগরিকদের অনতিবিলম্বে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন বিমানের সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ নির্দেশ দেয়া হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মার্কিন দূতাবাস আমেরিকার নাগরিকদের চলতি মাসে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়েছে। এতে মার্কিন নাগরিকদের অনতিবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ দেয়া হয়।

সম্ভাব্য ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অবিলম্বে বিমান যোগে ইরাক ত্যাগের পরামর্শ দেয়া হয়। অবশ্য এটি সম্ভব না হলে তাদেরকে সড়কপথে অন্য দেশে চলে যেতে বলা হয়েছে।

তবে বিবৃতিতে মার্কিন নাগরিকদের বাগদাদের আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করতে বলা হয়েছে। জরুরি পরামর্শ দেয়ার জন্য আরদেবিল এবং আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের মার্কিন কনস্যুলেট খোলা থাকবে বলেও জানান হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //