সৌদিতে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। 

এ ছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন। পাশাপাশি একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৯০৯ জন। খবর- আরব নিউজ।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শনাক্ত হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব ১৪তম অবস্থানে রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৯৯ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ৫ লাখ ২৪ হাজার ১৭৬ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //