অযৌক্তিক দাবি তুললে আলোচনা বন্ধের হুমকি ইরানের

ভিয়েনায় পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তির সঙ্গে হতে যাওয়া বৈঠকে কোনো ‘অযৌক্তিক’ দাবি জানানো হলে বা অযথা সময় নষ্ট করা হলে আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে ইরান

মঙ্গলবার (২০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে, ‘অনেক জটিলতা ও চ্যালেঞ্জের পরও ২০১৫ সালে সই করা বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি পুনরুদ্ধার নিয়ে আলোচনা এখন পর্যন্ত ঠিক পথেই এগুচ্ছে।’

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভিয়েনা বৈঠকে ইরানের প্রতিনিধিরা যখনই দেখবেন কোনো অযৌক্তিক দাবি তোলা হচ্ছে অথবা সময় নষ্ট করা হচ্ছে অথবা অযথা দর কষাকষি করা হচ্ছে, তখনই তারা আলোচনা বন্ধ করে দেবেন।’

রাষ্ট্রীয় টেলিভিশনকে আরাকচি বলেন, ‘বৈঠকের ফল নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলার সময় আসেনি অথবা আমরা আশাবাদী কি না তাও বলার সময় আসেনি। তবে আমরা সঠিক পথেই এগুচ্ছি।’

ইরানের সংবাদমাধ্যম আরো জানিয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বের হয়ে ইরানের ওপর যে অবরোধ আরোপ করেছে, তা স্থায়ীভাবে নয় বরং সাময়িকভাবে তুলে নেয়ার কথা ভাবছে বাইডেন প্রশাসন।

তবে আরাকচি এর মৃদু প্রতিবাদ জানিয়ে এক টুইটার বার্তায় বলেছেন, ‘কোন সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করা হলো জানি না, তবে আমি নিশ্চিত সেই সূত্র বিষয়টি ঠিক মতো জানে না।’

গতকাল ইরান সরকার বলেছে যে, তাদের পরমাণু কেন্দ্রে হামলার পর তারা নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা দেখাতে ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করছে। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তারা আগের অবস্থায় ফিরে যাবে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘ইরান ও বিশ্বশক্তি ভিয়েনা বৈঠককে এগিয়ে নিয়ে যাচ্ছে, যদিও এখনো অনেক কাজ বাকি।’

আলোচনা সাপেক্ষে আগামী সপ্তাহে আবার বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //