ইরাকে মার্কেটে আত্মঘাতী হামলায় নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৬০ জন। 

গতকাল সোমবার (১৯ জুলাই) পবিত্র ঈদুল আজহার কেনাকাটার সময় এ হামলা চালানো হয়। বাগদাদে গত ছয় মাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের এক সদস্য এই আত্মঘাতী হামলা চালিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন।

সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বাগদাদের সদর সিটির ওয়াহাইলাত মার্কেটে এই হামলা চালানো হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিষ্ফোরণে রক্তাক্ত মানুষ পড়ে রয়েছে এবং লোকজন ভয়ে চিৎকার করছে।

এবছর এপ্রিলে বাগদাদে আরো একটি বোমা হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়। এছাড়া জানুয়ারিতে আরো দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকারও করে আইএস। -বিবিসি ও আল জাজিরা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //