হুতি শীর্ষ নেতা হত্যায় জড়িত ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর

হুতি বিদ্রোহীদের শীর্ষ রাজনৈতিক নেতা হত্যার জড়িত এমন ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তারা। শনিবার (১৮ সেপ্টেম্বর) ফায়ারিং স্কোয়াডে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে গোষ্ঠিটি।

২০১৮ সালে সালাহ আল সাম্মাদ নামে হুতিদের রাজনৈতিক বিভাগের প্রধানকে বিমান হামলায় হত্যার দাবি করে সৌদি আরব। ওই সময় এই ঘটনাকে ইরান সমর্থিত হুতিদের ওপর বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করা হয়। 

হুতি বিদ্রোহী সমর্থিত সাবা নিউজ জানিয়েছে, সালাহ আল সাম্মাদ হত্যাকাণ্ডে হুতি আদালত মোট ১৭ জনের সম্পৃক্ততা পায়। যে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা দোষীদের মধ্যে অন্যতম। 

এই মামলায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অনুপস্থিত হিসেবে বিচার করা হয়েছে। আদালত তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। 

খবরে বলা হয়েছে, দোষী ৯ জনকে সিনিয়র হুতি নেতাদের উপস্থিতিতে তাহরির স্কয়ারে জনসম্মুখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি সরকার এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনায় সহায়তা দিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //