ফের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষ, আহত ৪২

ফের জেরুজালেমের পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে এবারের রমজানের শেষ জুমায় আজ শুক্রবার (২৯ এপ্রিল) নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪২ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও ইসরায়েলি পুলিশের বরাতে এএফপি এসব তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এএফপির প্রতিবেদকেরা বলছেন, আজ শুক্রবার পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। তবে ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই শরীরের ওপরের অংশে আঘাত লেগেছে।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে দাবি করেছে, ‘দাঙ্গাকারীরা’ পাথর ও পটকা নিক্ষেপের পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গাবিরোধী ব্যবস্থা প্রয়োগ করেছে।

সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস। আর ইহুদিদের কাছে এ স্থানটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //