ইরানে মদপানে ১০ জনের মৃত্যু

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আবাস শহরে দেশীয় মদপানে এক নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মদ পানে এক নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১৯ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

হরমোজগান ইউনিভার্সিট অব মেডিকেল সাইন্সের মুখপাত্র ফাতেমেহ নউরুজিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মাদকের বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ৭৫ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। তবে কী ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুতে মাদকদ্রব্য উৎপাদন এবং সরবরাহের দায়ে তারা ৮ জনকে গ্রেফতার করেছিলেন। ইরানে মাদক বিক্রি এবং গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ।

২০২০ সালে করোনা মহামারির সময় ইরানে মাদক গ্রহণে প্রায় ৭০০ মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়। মৃত ব্যক্তিরা ‘মাদক গ্রহণে করোনা নিরাময় হবে’ ভেবে মাদক গ্রহণ করেছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //