ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সিরিয়া

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বিমান বাহিনী দেশটির অভ্যন্তরে প্রায়ই হামলা চালিয়ে আসছে। 

ইসরায়েলের অভিযোগ, সিরিয়ার অস্থিরতাকে কাজে লাগিয়ে ইসরায়েল সীমান্তের কাছে চলে এসেছে ইরান। সিরিয়ার সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বরাবরই ইসরায়েলি হামলা প্রতিরোধের চেষ্টা করেছে।

এবার আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, দখলকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। হামলায় বস্তুগত সামান্য ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার (৬ জুন) দক্ষিণ দামাস্কাসে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলার উচ্চ শব্দ শুনেছেন বলে জানিয়েছেন এএফপির একজন সাংবাদিক।

যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ দামাস্কাস এলাকায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সক্রিয় রয়েছে। ইসরায়েল এই এলাকা টার্গেট করে হামলা চালিয়েছে।

এমন ধরনের টার্গেট লক্ষ্য করে ইসরায়েল প্রায়ই হামলা চালিয়ে থাকে। গত মাসে ইহুদি বাহিনী স্থল থেকে স্থল ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে সিরিয়ার ৩ জন সেনা নিহত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //