বাহরাইনের মন্ত্রীসভায় রদবদলের নির্দেশ বাদশাহের

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা মন্ত্রিসভায় রদবদলের নির্দেশ দিয়েছেন। এই রদবদলের মধ্যে নতুন একজন তেলমন্ত্রী নিয়োগও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

বাহরাইনের জলবায়ু বিষয়ক দূত মোহাম্মদ বিন মুবারক বিন দানিয়াহকে দেশটির তেল ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তেলমন্ত্রী শেখ মোহাম্মদ বিন খলিফা বিন আহমেদ আল খলিফার স্থলাভিষিক্ত হবেন।

রদবদলের আওতায় শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খলিফাকে উপপ্রধানমন্ত্রী এবং অবকাঠামোমন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানিকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ফাতিমা বিনতে জাফর আল সাইরাফিকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা বলেছেন এই রদবদল ‘পাবলিক সেক্টরের অগ্রগতি অব্যাহত রাখার জন্য নতুন ধারণা এবং একটি নতুন গতি আনবে’। সোমবার তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ এই খবর জানিয়েছে।

বাহরাইন সরকারের এক মুখপাত্র বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় রদবদলের ফলে ২২ মন্ত্রীর মধ্যে ১৭ জনের পরিবর্তন হয়েছে, চারজন নারীসহ মন্ত্রীদের একটি বড় অংশ হিসেবে তরুণদের যুক্ত করা হয়েছে’।

তেল উৎপাদনকারী ছোট দেশ বাহরাইন ওপেকভুক্ত নয়। ওই অঞ্চলের সবচেয়ে ঋণী দেশগুলির মধ্যে একটি বাহরাইন। এর বন্ডগুলোকে "জাঙ্ক" রেট দেওয়া হয়েছে। উপসাগরীয় মিত্ররা ১০১৮ সালে ১০ বিলিয়ন ডলারের সাহায্য প্যাকেজ দিয়ে দেশটিকে ঋণ সংকট এড়াতে সহায়তা করে। রেটিং এজেন্সি ফিচ এবং মুডিস বলেছে বাহরাইনের সম্ভবত উপসাগরীয় প্রতিবেশীদের কাছ থেকে আরও অর্থায়নের প্রয়োজন হবে। সূত্র : রয়টার্স

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //