তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ২২ জুন তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, যুবরাজ বুধবার তুরস্ক সফর করবেন। আমরা তাকে স্বাগত জানাবো।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আমরা কতটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, আল্লাহর ইচ্ছায় সেটি মূল্যায়নের সুযোগ আমরা পাবো।

সাংবাদিক জামাল খাশোগির বর্বরোচিত হত্যাকাণ্ডকে ঘিরে কয়েক বছর ধরে দুই দেশের তিক্ত সম্পর্ক উভয়কে পরস্পরের প্রতিপক্ষে পরিণত করেছে। তবে সম্প্রতি সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় উভয় পক্ষ। এর অংশ হিসেবে গত এপ্রিলে সৌদি আরব সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এবার আঙ্কারা সফরে যাচ্ছেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক এমবিএস।

বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন, তুরস্কের অর্থনৈতিক দুর্দশা লাঘবে সহায়তা দিতে পারে সৌদি আরব। আগামী বছরের কঠিন নির্বাচনের মুখে রয়েছেন এরদোয়ান। এরমধ্যে বাড়তি মুদ্রাস্ফীতির চাপে রয়েছে তুরস্কের অর্থনীতি।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তানবুলে নিযুক্ত সৌদি দূতাবাসে বর্বরোচিত কায়দায় হত্যা করা হয় ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে। ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজের নাম উঠে আসে। এ ঘটনায় সৌদি-তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এমবিএস। তবে সম্প্রতি ওই মামলার বিচারের ভার রিয়াদের কাছে হস্তান্তর করেছে তুরস্কের আদালত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //