‘ইসরায়েল যেখানে পা রাখে সেখানের নিরাপত্তাই ধ্বংস করে’

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র উত্তেজনার সৃষ্টি করে। তারা যেখানে পা রাখে সেখানকার নিরাপত্তাই বিনষ্ট করে।

গতকাল বুধবার (২৯ জুন) আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠকের সময় এসব কথা বলেন রাইসি।

তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে অবস্থান করছেন রাইসি ও আলিয়েভ। আশখাবাদেই গতকাল বুধবার বৈঠকে বসেন তারা।

মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে অর্জিত হতে পারে বলে উল্লেখ করে রাইসি বলেন, ইরান দুঃসময়ের বন্ধু। যে কখনো মিত্রদেরকে একা ফেলে চলে যায় না। 

ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তিগত, ভূ-রাজনৈতিক ও লজিস্টিক্যাল সক্ষমতাসহ সড়ক যোগাযোগ ও পরিবহন খাতে দুই দেশ ব্যাপকভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, প্রেসিডেন্ট রাইসির সাথে তার আগের বৈঠকের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক দ্রুত গতিতে বাড়ছে। 

তিনি আরো বলেন, ‘আমি আশা করি আমাদের আজকের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া আরো জোরদার হবে এবং সহযোগিতার মাত্রা বাড়বে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //