হত্যাকারীর মৃত্যুদণ্ড টিভিতে লাইভ সম্প্রচারের নির্দেশ

মিশরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে ওই আসামির মৃত্যুদণ্ড সরাসরি টিভিতে সম্প্রচারের আহ্বান জানিয়েছে ওই আদালত।

দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ শে জুন বিচার শেষে ২১ বছর বয়সী অভিযুক্ত মোহাম্মদ আদেলের মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।

উত্তর মিশরে বিশ্ববিদ্যালয়ের বাইরে সহপাঠী নায়েরা আশরাফকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি।

আদালত জানান, পুরো ঘটনা না দেখানো হলেও অন্তত কার্যক্রম শুরুর কিছুটা অংশ দেখাতে হবে।

এর আগে আদেলকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণাও লাইভ দেখানো হয়েছিল। কিন্তু তাতেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি।

আদালত জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে বিশ্ববিদ্যালয়ের বাইরে নায়েরা আশরাফকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন আদেল।  এই  হত্যাকাণ্ডের জন্য তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা অনুমোদনের জন্য মিশরের গ্র্যান্ড মুফতি ডঃ শাওকি আল্লামের কাছে যেতে হয়েছিল।

এদিকে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে আদেলের আইনজীবীরা।

আসামিপক্ষের আইনজীবী ফরিদ এল-দিব জানান, তার মক্কেল সাজার বিরুদ্ধে আপিল করবেন। 

আইনজীবী এল-দিবকে উদ্ধৃত করে বলা হয়েছে, আদেলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের কাছে এখনও ৬০ দিন আছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ব্যস্ত সড়কে নায়েরা আশরাফকে হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।

গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও দাবি করে, দেশটির পুলিশ যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতার পর্যাপ্ত তদন্ত করেনি। এছাড়া আদালতও যথাযথ সাজা দেয়নি।

ইন্ডিপেনডেন্টের মতে, সাম্প্রতিক বছরগুলিতে মিশরে মৃত্যুদণ্ডপ্রাপ্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। 

শেষবার ১৯৯৮ সালে রাষ্ট্রীয় টেলিভিশনে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল , সেইসময়ে একজন মহিলা এবং তার দুই সন্তানকে হত্যাকারী তিনজন ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //